![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020March/parno-2006160637.jpg)
আত্মহত্যা করতে চেয়েছিলেন অভিনেত্রী পার্ণো মিত্র!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ১২:৩৭
‘আমিও আত্মহত্যাপ্রবণ। বেশ কয়েক বার আত্মহত্যা করার কথাও ভেবেছি। আমার যন্ত্রণা কখনোই পুরোপুরি সারেনি।’—কথাগুলো পার্নো মিত্রের। সুশান্ত সিংয়ের মৃত্যুর পরেই টুইট করে নিজের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্র্রী পার্নো মিত্র।