সমকামী-ট্রান্সজেন্ডারদের পাশে মার্কিন সুপ্রিম কোর্ট
ঐতিহাসিক রায় দিল অ্যামেরিকার সুপ্রিম কোর্ট। যে রায়কে নিজেদের জয় বলেই মনে করছেন গোটা বিশ্বের এলজিবিটিকিউ আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষরা। সুপ্রিম কোর্ট জানিয়েছে, সমকামী বা ট্রান্সজেন্ডার হওয়া কোনও অপরাধ নয়। ফলে চাকরি ক্ষেত্রে তাঁদের সমানিধিকার যাতে বজায় থাকে তা নিশ্চিত করতে হবে। সমকামী বা ট্রান্সজেন্ডার বলে কাউকে চাকরি থেকে তাড়ানোও যাবে না। যাঁদের তাড়ানো হয়েছে, তাঁদের সসম্মানে কাজে ফিরিয়ে আনতে হবে।
এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই ভারতে ‘রংধনু মুহূর্ত’ ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ভারতের সমকামীদের জন্য ভীষণ আনন্দের দিন৷ সেদিন দণ্ডবিধির ৩৭৭ ধারা বাতিল করে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সমকামিতা কোনো অপরাধ নয়৷ এই স্বীকৃতি সমকামীদের জীবনে আনন্দের প্লাবন এনে দিলেও তাঁরা অবশ্য জানেন, আদালত যা-ই বলুক, সমাজ এখনো সমকামীবান্ধব নয়৷ ভারতে সমকামীদের বিয়ের এখনো আইনি বা সামাজিক স্বীকৃতি নেই৷ এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই থাইল্যান্ডে সুবাতাস এলজিবিটি-দের জন্য থাইল্যান্ডের সমাজ অনেক অনুকূল৷ কয়েক দিন আগেই পাতায়ায় হয়ে গেল ট্রান্সজেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গ বা হিজড়াদের ১৫তম সুন্দরী প্রতিযোগিতা৷ শুধু তাই নয়, এ বছর জাতীয় সংসদ নির্বাচনেও প্রার্থী হচ্ছেন একজন হিজড়া৷তবে এশিয়ার এই দেশটিতেও একই লিঙ্গের মানুষদের বিয়ের স্বীকৃতি নেই৷ এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই তাইওয়ানে চুপসে গেল আশার বেলুন খুব আশায় ছিলেন সমকামীযুগলরা৷ ভেবেছিলেন এবার বুঝি বিয়ে করার অধিকার পেয়েই যাবেন৷
সেই আশা নিয়েই তাকিয়ে ছিলেন গণভোটের দিকে৷ কিন্তু তাইওয়ানের মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিলেন সমাজের বেশির ভাগ মানুষ এখনো সবার সমান অধিকারে বিশ্বাসী হয়নি৷ এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই ইন্দোনেশিয়ায় আতঙ্কে বসবাস বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া৷ সেখানে এলজিবিটি-দের সমঅধিকারের দাবি তোলাও ঝুঁকিপূর্ণ৷ সে-দেশে প্রায়ই এলজিবিটিবিরোধী মিছিল করে মৌলবাদীরা৷
সমকামী, উভকামী এবং হিজড়াদের অধিকার নিয়ে কাজ করে এমন এনজিওগুলোর ওপর হামলা হয়েছে বেশ কয়েকবার৷ ইন্দোনেশিয়ায় তাই এলজিবিটি-দের থাকতে হয় আতঙ্কে, যৌনপরিচয় গোপন করে৷ এশিয়ায় সমকামী, হিজড়াদের অধিকার আদায়ের চলমান লড়াই মালয়েশিয়ায় ‘ওসব’ নেই! বার্লিনের পর্যটন মেলার আগে মালয়েশিয়ার পর্যটন মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘‘আপনার দেশে কি গে-দের স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়?’’ জবাবে তিনি বলেছিলেন, ‘‘আমাদের দেশে ওরকম কিছু আছে বলে আমি মনে করি না৷’’ তুমুল বিতর্ক শুরু হয় তাঁর এই বক্তব্য নিয়ে৷ মালয়েশিয়ায় অবশ্য এ নতুন কিছু নয়৷