অতিবৃষ্টি-খরায় মরছে হোসেনের ‘সাধের লাউ’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৬ জুন ২০২০, ০৯:২১
মৌলভীবাজার: বৈরাগির সাধের লাউ অনেকেরই প্রিয় সবজি। নরম ও সুস্বাদু বলে শাক-সবজির মধ্যে লাউয়ের কদর ঢের। চাহিদার কথা মাথায় রেখে কৃষকরাও তাই এই সবজি উৎপাদনে এগিয়ে এসেছেন। নিজে ক্ষেতে ফলিয়েছেন এই সবজিটি। কিন্তু বৈরী আবহাওয়ায় এর ফসল উৎপাদনে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অতিবৃষ্টি আর তীব্র খরায় বৃত্তাকার সবুজ পাতাগুলো ফ্যাকাসে হয়ে ধ্বংস করে দিচ্ছে সাধের লাউয়ের স্বপ্ন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- লাউ
- খরা
- অতিবৃষ্টি
- মেীলভীবাজার