ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি হওয়ায় দেশটির সরকার শহরটির সব বাসিন্দার জন্য কোভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডাকা সর্বদলীয় বৈঠকে দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস টেস্টিং ফর অল-এর প্রস্তাব দেয়। দলটির এই প্রস্তাব ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকার নীতিগতভাবে মেনে নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
তবে দেশটির বিশেষজ্ঞরা বলছেন, দিল্লিতে পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করা হলেও শহরটির দুই কোটি বাসিন্দার সবাইকে পরীক্ষার আওতায় আনা প্রায় অসম্ভব। এই পরীক্ষায় কয়েকটি বিশেষ শ্রেণিকে অগ্রাধিকার দেয়া ছাড়া উপায় নেই।
রাজধানী দিল্লিতে যখন করোনাভাইরাসের সংক্রমণ খুব উদ্বেগজনক হারে বাড়ছে, ঠিক তখনই দিল্লি সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা করোনা টেস্টিং হঠাৎ কমিয়ে দিয়েছে। সাধারণ মানুষ শহরের নানা প্রান্তে ঘুরেও করোনা টেস্ট করাতে পারছেন না। আবার পরীক্ষা করানো সম্ভব হলেও দীর্ঘদিন ধরে ফল পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.