লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা মামলায় ৫২ ‘দালাল’ আটক
এনটিভি
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ২০:৩৫
লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া ২৬টি মামলায় এরই মধ্যে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের পর গত ২৮ মে থেকে আজ সোমবার পর্যন্ত দেশের বিভন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় ২৬ বাংলাদেশির মর্মান্তিক হত্যাকাণ্ডের বিষয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে আইজিপি ড. বেনজীর আহমেদ মানবপাচারের সঙ্গে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। বাংলাদেশের প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং দেশে বা দেশের বাইরে বাংলাদেশের সম্মানিত কোনো নাগরিকের এমন মৃত্যুকে সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।