ফরিদপুরে বাল্যবিয়ে বন্ধ, বরের ৩ মাসের কারাদণ্ড

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৯:৪৭

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের শিবরামপুর হাসান্দি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে। সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিবের নেতৃত্বে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় বর আমির হামজা (২০) ও কনেকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বর আমির হামজাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া মেয়ের নানা আতিয়ার রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শাহ মো. সজিব বলেন, বাল্যবিয়ে একটি দণ্ডনীয় অপরাধ। যারাই এ অপরাধের সাথে যুক্ত থাকবেন তাদের আইনের মাধ্যমে বিচার করা হবে। তিনি বলেন, বাল্যবিয়ে রোধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও