করোনা ভাইরাসের কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুরু থেকেই নারী ক্রিকেটাদের পাশে ছিল। এছাড়া আর্থিকভাবে অসচ্ছল নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে গত মার্চে বিসিবি প্রিমিয়ার লিগের সিলেকশন ক্যাম্পে থাকা সকল নারী ক্রিকেটারদের ২০ লাখ টাকা দিয়ে সহায়তা করেছিল। এবার চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের পাশে এসে দাঁড়াচ্ছে বিসিবি। তাদের পুরো বছরের বেতন চলতি জুন মাসে দেবে বিসিবি।
তাদের পুরো বছরের বেতন চলতি জুন মাসে দেবে বিসিবি। সোমবার (জুন ১৫) গণমাধ্যমকে নিশ্চিত করেছে নারী ক্রিকেট দলের অপারেশন্স ইন-চার্জ তওহিদ মাহমুদ। তিনি জানিয়েছেন, সবসময়ই নারী ক্রিকেটারদের বেতন একসঙ্গে দেওয়া হয়। তবে করোনার জন্য এবার সেটা আগেই দেওয়া হবে।
তওহিদ বলেন, ‘এটা (এক সঙ্গে বেতন দেওয়া) আমরা নিয়মিত করে থাকি। যারা চুক্তিবদ্ধ ক্রিকেটার তাদের প্রতিমাসে বেতন দিতেই হয় আমাদের। ছেলেরা ওদের বেতন প্রতি মাসে নেয়। মেয়েদের বেতন যেহেতু কম ছেলেদের চেয়ে, তাই ওদের বেতন প্রতিমাসে না দিয়ে একবারে দিয়ে দেই, যাতে তারা কিছু একটা করতে পারে। এটা আমরা সবসময় করি। যখন থেকে নারী দলের যে কজন প্লেয়ারকে চুক্তির আওতায় আনা হয়েছে তখন থেকেই আমরা বছরের বেতন একবারে দিয়ে দেই। আমরা চেষ্টা করছি এবার জুনের মধ্যেই দিয়ে দিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.