কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কর্মী ছাঁটাইয়ের পর নিজের চাকরিও বাঁচল না!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৮:১৪

করোনার এই দুঃসময়ে অনেকেই চাকরি হারাচ্ছেন! খরচ কমাতে ছাঁটাইয়ের পথ বেছে নিচ্ছে অনেক প্রতিষ্ঠান। ক্রিকেট অস্ট্রেলিয়াও তেমনটাই করেছে। গত এপ্রিল থেকে হেড অফিসের ৮০ ভাগ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তারা। ছাঁটাইও হয়েছে।

করোনার আর্থিক ক্ষতি পোষাতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী (সিইও) কেভিন রবার্টস এমন কঠোর সিদ্ধান্ত নেন। তবে শেষ পর্যন্ত নিজের চাকরিটাও বাঁচাতে পারছেন না তিনি। সোমবার অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে এসেছে, বিকল্প প্রধান নির্বাহী বাছাই করতে বোর্ডের সদস্যরা এক জরুরী সভা সেরে ফেলেছেন। অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে বলেই খবর অস্ট্রেলিয়ার গণমাধ্যমের। তবে সংবাদ সংস্থা ‘রয়টার্স’-এর পক্ষ থেকে এই ব্যাপারে যোগাযোগ করা হলে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউ মুখ খুলতে রাজি হননি। করোনার এই সময়টায় বোর্ড পরিচালনায় অদক্ষতার পরিচয় দিয়ে সমালোচিত হয়েছেন রবার্টস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও