![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_232621_1.jpg)
রেড ও ইয়েলো জোনে থাকবে সাধারণ ছুটি
বণিক বার্তা
প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৮:০২
করোনাভাইরাসের সংক্রমণের ব্যাপকতা বিবেচনায় লাল (উচ্চঝুঁকিপূর্ণ) ও হলুদ (মাঝারি ঝুঁকিপূণ) এলাকায় সাধারণ ছুটি থাকবে। এই দুই এলাকায় অবস্থিত সামরিক বা আধা সামরিক সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা আধা সায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তরগুলো এবং এই দুই ধরনের এলাকায় বসবাসকারী ওইসব দফতরের চাকরিজীবীরা সাধারণ ছুটির আওতায় থাকবেন। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।