আরব আমিরাতে আটকে পড়া ১৬০ বাংলাদেশী দেশে ফিরলেন

বণিক বার্তা প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৭:০১

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের কারণে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া ১৬০ জন প্রবাসী বাংলাদেশী নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হয়।

জানা গেছে, ১৫ জুন দুবাই থেকে স্থানীয় সময় ভোর ৪টায় ১ জন শিশুসহ মোট ১৬০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সকাল ১০টা ৫৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। দুবাই-এ আটকে পড়া প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেশে ফিরিয়ে আনার সুবিধার্থে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে