কামরানের মরদেহ এক মিনিটের জন্য হলেও নগর ভবনে নেয়ার দাবি আরিফের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১২:৫৯

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রথম মেয়র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মরদেহ নগর ভবনে শেষবারের মতো অন্তত এক মিনিটের জন্য হলেও আনার দাবি জানিয়েছেন বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১৫ জুন) সকালে তিনি জাগো নিউজকে এ দাবির কথা জানান।

এর আগে কামরানের মৃত্যুর সংবাদ শুনে সকালে তার ছড়ারপারের বাসায় ছুটে যান মেয়র আরিফুল হক চৌধুরী। সেখানে তিনি সাবেক মেয়রের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সান্ত্বনা দেন।

২০০৩-২০০৮ মেয়াদে বদরউদ্দিন আহমদ কামরান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন আরিফুল হক চৌধুরী সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। পরে ২০১৩ সালে সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে কামরানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন বিএনপির দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরী।

কামরানের মৃত্যুতে মেয়র আরিফ গভীর শোক প্রকাশ করে বলেন, বদরউদ্দিন আহমদ কামরানের সঙ্গে সিলেট সিটি কর্পোরেশন ও নগর ভবনের সম্পর্ক অনেক পুরোনো। তিনি দুইবারের নির্বাচিত সাবেক মেয়র। এর আগে তিনি পৌরসভার তিন বার কমিশনার ও একবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাই বর্তমান নগরপিতা হিসেবে কামরানের মরদেহ অন্তত এক মিনিটের জন্য হলেও সিটি কর্পোরেশনে আনার দাবি জানাচ্ছি।

এদিকে সাবেক মেয়র কামরানের মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শোক কর্মসূচির মধ্যে রয়েছে সিসিকের সকল কর্মকর্তা-কর্মচারীর কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিল। তিনদিনের শোক কমসূচির অংশ হিসেবে সোমবার সিসিকের সকল দাফতরিক কাজ বন্ধ থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও