কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ডাকাতির উদ্দেশ্যে ডা. সারওয়ার আলীর বাড়িতে হামলা : পিবিআই

ডাকাতির উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি ডা. সারওয়ার আলীর বাড়ির ভেতরে প্রবেশ করে হামলা করেছেন দুষ্কৃতকারীরা। সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও হামলায় আহত হন তার স্ত্রী মাখদুমা নার্গিস, মেয়ে সায়মা আলী ও জামাতা হুমায়ুন কবির ও দুই প্রতিবেশী। হামলার ঘটনায় সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। চার্জশিটে এমনটাই উল্লেখ্য করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। সোমবার (১৫ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে ডা. সারওয়ার আলীর বাড়িতে হামলা করেছিলেন দুষ্কৃতকারীরা। ঘটনার সত্যতা পাওয়ায় সাতজনের বিরুদ্ধে দণ্ডবিধি ৩৯৫/৩৯৭ ধারায় আদালতে চার্জশিট দিয়েছি। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে অব্যাহতির আবেদন করেছি।’ তিনি আরও বলেন, ‘ডা. সারওয়ার আলী হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছিলেন। আমরা তদন্তে আসামিদের জবানবন্দি ও সাক্ষীদের জবানবন্দিতে ডাকাতির উদ্দেশ্যে হামলা-এটা প্রাথমিকভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।’ মামলার বাদী ডা.সারওয়ার আলী জাগো নিউজকে বলেন, ‘পিবিআই যে চার্জশিট দিয়েছে তা আমাকে অবহিত করেছেন। আপাতত ডাকাতির উদ্দেশ্যে হামলা করা হয়েছে তা তদন্তে তারা পেয়েছেন। বাকিটা আদালতের মাধ্যমে আমাদের উকিল প্রমাণ করবেন।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন