বন্যপ্রাণী হত্যায় মৃত্যুদণ্ডের বিধান চায় সবুজ আন্দোলন
বন্যপ্রাণী হত্যার জন্য মৃত্যুদণ্ড বাস্তবায়ন আইন এখন সময়ের দাবি। প্রচলিত আইনে নতুন ধারার সংযোজন এবং জরিমানার পরিমাণ বাড়ানো দরকার বলে মনে করছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। রোববার (১৪ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক কিন্তু প্রতিনিয়ত হত্যা করা হচ্ছে বন্য হাতি। তাছাড়াও হরহামেশায় বানর, কবুতর, ব্যাঙ, কুকুর, সাপসহ বিভিন্ন বন্য প্রজাতিকে হত্যা করছে কতিপয় দুবৃর্ত্তরা। বিগত কয়েক বছর হলো অবাধে এ সব প্রাণীকে হত্যা করলেও বন কর্মকর্তা কিংবা পরিবেশ মন্ত্রাণালয়ের কোনো তৎপরতা চোখে পরছে না। কিন্তু আজকের ঘটনাটি বান্দবানের লামায়।
এটিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। আবারও গতকালের প্রশ্নে যাই। গতকালের হাতিটি বিদ্যুৎ বিভাগের অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে মারা গেছে। কিন্তু এ বিষয় এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তৎপরতা দেখা যায়নি বন বিভাগ। বাংলাদেশের বন বিভাগ একটি মৃত প্রাণীকে পুঁতে ফেলাই বড় কাজ মনে করে। এর বাইরে খুব বেশি চাপে পড়লে দায়সারা ময়নাতদন্ত বা একটি মামলা করে, এর বেশি না। যদিও বন্যপ্রাণী সংরক্ষণের জন্য নানা প্রজেক্ট পরিচালনা করে লাখ লাখ টাকা ব্যয় করছে সরকার বলেও জানায় সংগঠনটি। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাতি সংরক্ষণের জন্য জনগণের টাকা ব্যয় করে পরিচালিত হচ্ছে প্রজেক্ট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.