সিয়াটলের নির্দিষ্ট এলাকাকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জুন ২০২০, ২০:০৯
এ যেন আরেক জুকোটি পার্ক। ২০১১ সালে অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের সময় নিউইয়র্কের জুকোটি পার্ক যেমন দখলে নিয়েছিল আন্দোলনকারীরা, ঠিক তেমনি সিয়াটল পুলিশের ইস্ট প্রিসিংক্ট ভবন দখলে নিয়ে এর আশপাশের ছয়টি ব্লককে স্বায়ত্তশাসিত এলাকা হিসেবে ঘোষণা করেছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কর্মীরা।