কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


কংগোতে নুতন করে ইবোলা সংক্রমণ

বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দু বছর আগে কঙ্গোর কিভু ও ইদুরি প্রদেশের ইবোলা সংক্রমণের সঙ্গে পহেলা জুন শুরু হওয়া ইবোলা রোগের কোনো সম্পর্ক নেই I তবে তাদের ধারণা, দুবছর আগে তারা হাতে-কলমে রোগটি পরাস্ত করতে যে অভিজ্ঞতা সঞ্চয় করছেন,তা একুয়াটোর প্রদেশে শুরু হওয়া রোগটি দমনে সহায়তা করবে I WHO 'র জরুরি কর্মকর্তা, মাইকেল ইয়াও বলেন, বর্তমানে আমাদের ২০জন স্টাফ এখানে কর্মরত এবং প্রয়োজনে WHO এখানে আরো স্বাস্থ্যকর্মীদের পাঠাবে I তিনি VOA কে জানান, ট্রিটমেন্ট সেন্টার খুলতে, সংক্রমণের ঝুঁকি এবং নুতন রোগ সনাক্ত করতে, আমরা অংশীদারদের সঙ্গে একত্রে কাজ করে যাচ্ছি I
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন