কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


‘ব্র্যাডম্যানের পর সর্বকালের সেরা হতে পারে কোহলি’

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানের পর ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিই সর্বকালের বিশ্বসেরা হতে পারে বলে মন্তব্য করলেন শ্রীলংকার সাবেক দলনেতা কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, ‘ব্র্যাডম্যান বিশ্বসেরা ব্যাটসম্যান। এতে কোন সন্দেহ থাকতে পারে না। তবে তার পর কে হতে পারে সেরা, এই নিয়ে আলোচনা সবসময়ই হয়ে থাকে। আমার মনে হয়, ব্র্যাডম্যানের পর কোহলিই হবে সর্বকালের সেরা ব্যাটসম্যান’। ভারতের স্বনামধন্য ধারাভাষ্যকার রাধাকৃষ্ণ শ্রীনিবাসনের সঙ্গে ইউটিউবে আলাপকালে কোহলির প্রশংসা করেন সাঙ্গাকারা। কোহলির প্রশংসা করতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সাঙ্গাকারা আরো বলেন, ‘কোহলির ফিটনেসটা অসাধারণ।  আমি জানি, দেখেছি এবং শুনেছি মাঠে ও মাঠের বাইরে সেরাদের সেরা হওয়ার জন‌্য তার যে নিবেদন তা এক কথায় অনবদ‌্য। মাঠে শারীরিকভাবে তার উপস্থিতি, মানসিক দক্ষতা ও স্কিলের পূর্ণতা তাকে পরিপূর্ণ করে তুলেছে। স‌্যার ডনের পর সর্বকালের সেরা হবার দারুন সুযোগ রয়েছে কোহলির’।  কোহলির ব্যক্তিত্বকে শ্রদ্ধা করেন সাঙ্গাকারা। এমনটা বলতেও দ্বিধাবোধ করেননি তিনি। সাঙ্গা বলেন, ‘কোহলিকে অপছন্দ করার কিছু নেই। সে এমন একজন ক্রিকেটার যাকে আমি অনেক শ্রদ্ধা করি।  এরই মধ্যে সে নিজেকে দুর্দান্ত খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছে। ম্যাচে নিজেকে উজার করে দিতে সর্বদা প্রস্তুত থাকে।  তার ব্যাটিং-ক্রিকেট নিয়ে আবেগ, আমার দারুন পছন্দ’। কোহলিকে কেন পছন্দ করেন সাঙ্গাকারা। সেটিও প্রকাশ করেছেন সাঙ্গাকারা। তিনি বলেন, ‘কোহলির আবেগ ও ব্যক্তিত্বকে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। অধিনায়ক হিসেবে হোক যেভাবেই হোক, মাঠে আবেগ প্রকাশে ভয় পেতে দেখা যায় না কোহলিকে। ভারতের জয়ের জন্য সব সময়ই চেষ্টা করে সে। সে আগেকার ঘরানার একজন ক্রিকেটার, উচ্চাভিলাষী শট খেলে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন