চিনির এই অব্যর্থ ব্যবহারগুলো জানতেন কি?

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৭:১২

চিনি খাওয়া স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। ওজন বাড়িয়ে দেয়া সহ নানা রোগের উৎস চিনি। চিকিৎসকরা সব সময়ই খাবারে চিনির ব্যবহারে নিষেধ করেন। তবে এর বিকল্প আপনি গুড় ব্যবহার করতে পারেন। এটি আপনার স্বাদ ঠিক রেখে স্বাস্থ্যের দিকেও নজর রাখবে। 

জানেন কি? চিনি স্বাস্থ্যের জন্য উপকারী না হলেও এর রয়েছে অব্যর্থ কিছু ব্যবহার। যা আপনার দৈনন্দিন কাজকে আরো সহজ করে দেবে। নানা সমস্যা থেকে মুহূর্তেই সহজ সমাধান দেবে এই চিনি। অন্তত এইসব কাজের জন্য হলেও এক কৌটা চিনি ঘরে রাখবেন আপনি। জেনে নিন কীভাবে কাজে লাগাতে পারবেন চিনি অনেক সময় কফি মগে চুমুক দেয়ার সঙ্গে সঙ্গে জিহ্বা পুড়ে যায়।

সঙ্গে সঙ্গে কিছুটা চিনি নিয়ে জিহ্বার উপরে রেখে দিন। আপনার জ্বলুনি ব্যথা সেরে যাবে। বেশি ক্ষত হবে না আর।  > প্রিয় জামা পরে ঘুরতে গেছেন কোথাও। ঘাসের উপর বসে দাগ লেগে গেছে। এই দাগ ওঠানো যায় না কিছুতেই। কিছুটা চিনি গরম পানিতে মিশিয়ে দাগের উপর দিয়ে রাখুন। ঘণ্টা খানিক অপেক্ষা করে ধুয়ে নিন। দেখবেন জেদি দাগ পুরোপুরি চলে গেছে।   > ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন চিনি। নারকেল তেলের সঙ্গে কিছুটা চিনি মিশিয়ে ত্বকে স্ক্রাব করুন। এতে ত্বক হবে উজ্জ্বল। 

লিপস্টিক দীর্ঘস্থায়ী করতে ব্যবহার করতে পারেন চিনি। লিপস্টিক লাগানোর পর হাতে চিনি নিয়ে ঠোঁটে ট্যাব করুন। কিছুক্ষণ অপেক্ষা করে ঝেরে ফেলুন।  > ঠোঁটের কোমলতা ধরে রাখতে এবং গোলাপি করতে চিনির স্ক্রাব ব্যবহার করতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও