দেশের তারুণ্যভিত্তিক করপোরেট প্রতিষ্ঠান এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় প্রথমবারের মতো ‘এইচআর মিটআপ’করছে অনলাইন জব পোর্টাল কর্ম বাই গুগল।আগামী ১৫ ও ১৬ জুন অনলাইন মাধ্যমে দুদিনের এই আয়োজনে মোট ৬টি সেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের সিএইচআরও, হেড অফ এইচআর, সিইও, মালিকপক্ষের লোকজন অংশ নেবেন।
আয়োজন নিয়ে কর্ম বাই গুগলের কমিউনিটি প্রোগ্রাম ম্যানেজার সাগর খালাসী বলেন, ‘এইচআরেরা আমাদের দেশের জব মার্কেটের মূল শক্তি। আমাদের এই আয়োজন করোনাকালীন সময়ে শিক্ষার্থী-চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষকে জবসম্পর্কিত বিভিন্ন তথ্য জানানো।’ এক্সিলেন্স বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রিয়াজ হোসাইন বলেন, ‘এক্সিলেন্স বাংলাদেশ তরুণদের করপোরেটের সাথে পরিচয় করানোর জন্য অনেক দিন ধরে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক ব্র্যান্ড ‘কর্ম বাই গুগল’এর সাথে কাজ করতে পারাটাও আমাদের জন্য আনন্দের।’আয়োজনে ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ইয়ুথ কার্নিভাল।
মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক সমকাল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.