![](https://media.priyo.com/img/500x/http://www.bd-pratidin.com/assets/news_images/2020/06/14/110504_bangladesh_pratidin_cars.jpg)
খরচ বাড়ল গাড়ি কেনা ও ব্যবহারে
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১১:০৫
প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন্ড বা একবার ব্যবহৃত গাড়ি আমদানির ওপর শুল্কহারে কোনো পরিবর্তন আসেনি। গাড়ির অবচয় সুবিধার ক্ষেত্রেও হেরফের হয়নি। তবে যেই দামের ওপর নির্ভর করে কাস্টমসে শুল্কায়ন হয়; সেই জাপানের ‘ইয়েলো বুকে’ গাড়ির দাম ৫০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। আর কেনার পর গাড়ির সরকারি নিবন্ধন ফি ৫০