কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


পোষা কুকুরকে বাড়ি ফেরাতে মুম্বই থেকে বেঙ্গালুরু গেল চার্টার্ড বিমান

ভারতে বাড়ি ফিরতে রীতিমতো কালঘাম ছুটছে পরিযায়ী শ্রমিকদের৷ ট্রেনে জায়গা না হলে বাস, ট্রাক, সাইকেল- যে যেভাবে পারছেন নিজেদের মতো করেই বাড়ি ফেরার বন্দোবস্ত করছেন৷ গত কয়েক দিনে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও গোটা লকডাউন পর্বে এই ছবিটাই দেখেছে ভারত৷ এই যখন পরিস্থিতি তখন সম্পূর্ণ উল্টা ছবিও সামনে এলো৷ অর্থের জোর থাকলে যে পোষ্য সারমেয়র জন্যও চার্টার্ড বিমানের ব্যবস্থা করা যায়, তা প্রমাণিত হয়ে গেল৷ সূত্রের খবর, এক শিল্পপতি তার পোষা কুকুরকে বেঙ্গালুরু থেকে মুম্বইয়ে ফেরাতে একটি চার্টার্ড বিমানের ব্যবস্থা করেন৷ গত ৪ জুন মুম্বই থেকে বেঙ্গালুরু গিয়ে পোষ্য সারমেয়টিকে নিয়ে ফের মুম্বইতে ফিরে আসে ওই বিমান! সূত্রের খবর অনুযায়ী, পোষ্য কুকুরটিকে বেঙ্গালুরু থেকে ফেরাতে ওই শিল্পপতির পরিবারের তিনজন চার্টার্ড বিমানে বেঙ্গালুরু যান৷ বেলা দেড়টা নাগাদ সেখানে পৌঁছে দু' ঘণ্টা মতো বেঙ্গালুরুতে ছিলেন তারা৷ এর পর সারমেয়টিকে নিয়ে ওই চার্টার্ড বিমানেই তারা মুম্বই ফেরেন৷ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে এমনই খবর৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন