চার ঘণ্টা হাসপাতালেই বসে ছিলেন, করোনা আতঙ্কে কাছে যায়নি কেউ
চিকিৎসা, কেবিন কিংবা আইসিইউ কোনোটাই পাননি চট্টগ্রামের তরুণ চিকিৎসক আরিফ হাসান। অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চার ঘণ্টা বসে থাকলেও করোনা আতঙ্কে কাছে যাননি কোনো চিকিৎসক, নার্স কিংবা ওয়ার্ডবয়। দেয়া হয়নি কেবিনও। হতাশ হয়ে পাঁচলাইশের বেসরকারি ট্রিটমেন্ট হাসপাতালে যান।
সেখানে চিকিৎসা নেন সারাদিন। কিন্তু যত সময় যায়, অবস্থা সঙ্কটাপন্ন হতে থাকে। শেষ পর্যন্ত চমেক হাসপাতালে আইসিইউ পাওয়া যায়। তড়িঘড়ি করে আইসিইউতে নেয়া হলেও বাঁচানো যায়নি ডা. আরিফকে। ২ জুন থেকে জ্বরে ভুগছিলেন ঢাকা মেডিকেল কলেজের ৪৯ ব্যাচের এ শিক্ষার্থী।
শুক্রবার সকালে প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হলে তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চার ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে ট্রিটমেন্ট হাসপাতালে নিয়ে যায় পরিবার।
সারাদিন ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসা নেয়ার পর রাতেই খবর আসে চমেকে মিলেছে আইসিইউ। পরে রাত সাড়ে ৯টায় চমেকে নিয়ে গেলে আইসিইউ সাপোর্ট দেয়ার আগেই তার মৃত্যু হয়।