নকল স্যানিটাইজারে বাজার সয়লাব
করোনাভাইরাসের মতো জীবাণু থেকে রক্ষার অন্যতম হাতিয়ার হ্যান্ড স্যানিটাইজার, যা ব্যবহারে হাত জীবাণুমুক্ত রাখা যায়। কিন্তু এই স্যানিটাইজার নকল করে বাজারজাত করছে কিছু অসাধু ব্যবসায়ী। বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে এসব নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রি হচ্ছে ফুটপাতসহ বিভিন্ন দোকানে। এসব নকল পণ্য ব্যবহারের কারণে করোনাভাইরাস প্রতিরোধ তো দূরের কথা, উল্টো সংক্রমণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এসব পণ্য ব্যবহার করে অনেকে ভাবতে পারেন তিনি সুরক্ষিত আছেন। কিন্তু নকল পণ্য ব্যবহারের কারণে মূলত তিনি ‘ফলস সিকিউরিটি’তে থাকবেন। যা সংক্রমিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর প্রায় প্রতিটি মোড়ে মোড়েই হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, ফেসশিল্ডসহ নানা ধরণের সুরক্ষা সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। তাৎক্ষণিকভাবে আসল ও নকল হ্যান্ড স্যানিটাইজারের পার্থক্য বোঝার কোনও উপায় নেই। প্রতিষ্ঠানের নাম, ব্যবহৃত উপাদান সবই উল্লেখ রয়েছে এসব স্যানিটাইজারের মোড়কে। এছাড়া বোতল ও তরলের রঙ দেখেও এগুলোকে চট করে নকল বলে শনাক্ত করা যায় না।
এসব পণ্যে বিভিন্ন ক্যামিকেল কোম্পানির নাম ব্যবহার করলেও একাধিক কোম্পানির সংশ্লিষ্টরা জানিয়েছেন, এগুলো তাদের পণ্য না। এমনই একটি কোম্পানির নাম ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে দেখা যায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে। ফুটপাতে সুরক্ষাসামগ্রীর ডালা সাজিয়ে বসেছেন শাহ আলম নামে একজন বিক্রেতা। তার কাছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস, লিকুইড অ্যান্টিসেপটিক সবই পাওয়া যায় অল্পদামে। বাজারে ৫০ মিলিগ্রাম হ্যান্ড স্যানিটাইজার সর্বনিম্ন দাম ৫০ টাকা করে বিক্রি হলেও তিনি বিক্রি করছেন ৩৫ টাকা, ২৫০ মিলিগ্রামের দাম রাখছেন ১৩০ টাকা। তার কাছে পাওয়া হ্যান্ড স্যানিটাইজারের মোড়কে লেখা রয়েছে 'রিফা ক্যামিক্যাল ইন্ড্রাস্ট্রি'র নাম।
তবে রিফা ক্যামিক্যাল ইন্ড্রাস্ট্রির পরিচালক মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কোনও হ্যান্ড স্যানিটাইজার বাজারে নেই। তবে আমরা কিছু স্যাম্পল প্রস্তুত করেছি। যেগুলোর গুণগত মান পরীক্ষার জন্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে (বিসিএসআইআর) পাঠানো হয়েছে। ১১ জুন স্যাম্পল পাঠানো হয়েছে। এখনও রেজাল্ট আসেনি। মান ঠিক থাকলে আমরা বাজারজাত করবো।'
একইভাবে নকল নাম ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী বিক্রি করতে দেখা যায় মিরপুর সড়কে। ড্যাফোডিল ইউনিভারসিটির বিপরীতপাশে বসে এসব সুরক্ষা সামগ্রীর বিষয়ে বিক্রেতা মামুন জানান, এগুলো তারা কোম্পানি থেকে কিনে নেন। কোম্পানির লোকজন দিয়ে যায়। কোম্পানির প্রতিনিধির নাম্বার চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান এবং বলেন, 'প্রোডাক্ট লাগলে এনে দেওয়া যাবে।' তার কাছে পাওয়া হ্যান্ড স্যানিটাইজারের মোড়কে লিখা ছিল 'SURAKHA HAND SANITIZER'। তবে এই নামে কোনও প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়নি।