রেড জোনে নামাজ, উপাসনা নিজ ঘরে করার নির্দেশনা

প্রথম আলো প্রকাশিত: ১৩ জুন ২০২০, ২১:১৬

নতুন করোনাভাইরাসের সংক্রমণ রোধে যেসব এলাকাকে লাল এলাকা (রেড জোন) হিসেবে ঘোষণা করা হচ্ছে সেসব এলাকার মসজিদে খতীব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্ন মুসুল্লিকে নিজ বাসস্থানে নামাজ আদায় করতে বলেছে সরকার। এসব এলাকার মুসল্লিদের জু'মার জামায়াতে অংশগ্রহণের পরিবর্তে ঘরে জোহরের নামাজ আদায় করতে বলা হয়েছে।

একই সঙ্গে উল্লেখিত এলাকাগুলোতে অন্যান্য ধর্মের অনুসারীদেরকে নিজ নিজ উপাসনালয়ে সমবেত না হয়ে নিজ নিজ বাসস্থানে উপাসনা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।আজ শনিবার ধর্ম মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সংক্রমণ রোধে লাল এলাকা হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপসনালয়ে সর্ব সাধারণের আগমন বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও