বাংলাদেশ এক দেশপ্রেমিক নেতাকে হারালো: ছাত্রলীগ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৮:৩৩

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো বলে অভিহিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা বলা হয়। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়ে শোকবার্তায় বলা হয়, জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সন্তান মোহাম্মদ নাসিমের মৃত্যুতে ছাত্রলীগ পরিবার গভীরভাবে শোকাহত। মোহাম্মদ নাসিম গণতন্ত্র, দেশ, দল, জনগণসহ মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে যে অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে একজন নিবেদিতপ্রাণ রাজনীতিককে হারাল বাংলাদেশ।


জীবদ্দশায় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ নাসিম। তার বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী যেভাবে বঙ্গবন্ধুর পাশে থেকে দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। একইভাবে আমৃত্যু দেশের পক্ষে কাজ করেছেন মোহাম্মদ নাসিম। তার এই ত্যাগ দেশের প্রত্যেক রাজনীতিবিদের জন্যে শিক্ষাস্বরূপ। তার মৃত্যুতে জাতি এক উজ্জ্বল নক্ষত্রকে হারাল। এর আগে শনিবার সকাল ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মোহাম্মদ নাসিম। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও