মানবপাচারকারী কামাল হোসেন তিনদিনের রিমান্ডে
লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা এবং মানবপাচারের ঘটনায় গ্রেফতার কামাল হোসেনের (৪০) বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার মানবপাচারকারী কামাল হোসেনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে সিআইডি পুলিশ।
খিলগাঁও থানায় মানবপাচারের অভিযোগে করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমির মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন ১১ জন।
বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদাহ শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে ওই চক্রের সঙ্গে মারামারি হয় অভিবাসী শ্রমিকদের। এতে এক মানবপাচারকারী নিহত হন। এরই প্রতিশোধ হিসেবে সেই মানবপাচারকারীর লোকজন নির্মম ওই হত্যাকাণ্ড ঘটায়।