You have reached your daily news limit

Please log in to continue


শিবচ‌রে ১৭ জনের শরীরে ক‌রোনা প‌জে‌টিভ

শিবচ‌রে ইউএনও, পাচ্চর হাইওয়ে পু‌লিশ, ইউ‌পি চেয়ারম‌্যান টিএইচও ড্রাইভারসহ ১৭ জন ক‌রোনা প‌জে‌টিভ হ‌য়ে‌ছে। আজ শনিবার দুপু‌রে জেলা স্বাস্থ‌্য বিভাগ ও উপ‌জেলা প্রশাসন এই খবর নি‌শ্চিত ক‌রে‌ছেন। স্বাস্থ‌্য বিভাগ সূ‌ত্রে জানা যায়, গত ৮ জুন শিবচর উপ‌জেলা নির্বাহী অফিসার, পাচ্চর ইউ‌পি‌ চেয়ারম‌্যান, হাইও‌য়ে পু‌লিশ, টিএইচওর ড্রাইভারসহ ২৫জ‌নের নমুনা নেয় স্বাস্থ‌্য বিভাগ। আজ শনিবার দুপু‌রে ২৫জ‌নের ম‌ধ্যে ইউএনও, ইউপি চেয়ারম‌্যান, হাইও‌য়ে পুলিশ, টিএইচও ড্রাইভারসহ ১৭ জ‌নের ক‌রোনা প‌জে‌টিভ আসে। এদিকে আজ থে‌কে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কর্মকর্তা হোম‌কোয়া‌রেন্টাই‌নে র‌য়ে‌ছে। মাদারীপুরের জেলা প্রশাসক মো.ওয়াহিদুল ইসলাম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, শিবচরের উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান সুমন করোনা ভাইরাস আক্রান্ত। মাদারীপুরের শিবচরে বাংলাদেশে প্রথম লকডাউন করা হয়। আসাদ সামনের সারিতে থেকে করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মকভাবে কাজ করে আজ নিজেই আক্রান্ত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন