কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সৌদি আরবে করোনায় বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু

সমকাল প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৬:৩৪

সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল মালেক (৫৯) নামে এক বাংলাদেশি প্রকৌশলীর মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির রিয়াদ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মালেক লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজিগঞ্জ এলাকার বাসিন্দা।

এদিকে আবদুল মালেকসহ করোনায় আক্রান্ত হয়ে সৌদি আরবে এখন পর্যন্ত কমলনগরের দুই প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এরআগে বৃহস্পতিবার রাতে দেশটির মদিনা শহরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তফা করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিহত আবদুল মালেকের শ্যালক মাহাবুবুল আলম দোলন জানান, ৩৭ বছর ধরে সৌদি আরবের রিয়াদ শহরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে আবদুল মালেক প্রকৌশলী পদে কাজ করেছিলেন। কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তিনি মারা যান। মৃতুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। সেখানেই তাকে দাফন করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে