কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নিম্বাসের কাছে পাওনা ২২ মিলিয়ন, হাল ছেড়ে দিচ্ছে বিসিবি

নিম্বাস স্পোর্টস লিমিটেডের কাছ থেকে পাওনা ২২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৭ কোটি টাকা) আদায় করতে আরও একবার আইনি লড়াইয়ের পথে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি নিম্বাস দেউলিয়া ঘোষিত হয়েছে। ফলে আপাতত অর্থ পুনরুদ্ধারের কোনো সম্ভাবনা দেখছে না বিসিবি। ২০০৬ সালের নভেম্বরে ভারতীয় ক্রীড়া সম্প্রচার প্রতিষ্ঠান 'নিম্বাস স্পোর্টস'র সঙ্গে ৫৬.৮৮ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সম্পন্ন করে উৎসবের রঙ ছড়িয়েছিল বিসিবি। বাংলাদেশের আন্তর্জাতিক খেলা সম্প্রচার স্বত্ব ছয় বছরের জন্য বিক্রি করে ধনী হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে সিনিয়র সহ-সভাপতি) মাহাবুবুল আনাম ও বোর্ডের সাবেক কর্মকর্তারা।  কিন্তু চার বছর পর জানা যায়, নিম্বাসের সঙ্গে চুক্তিটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি। বরং ভুলে ভরা চুক্তি থেকে ইচ্ছে মতো সুবিধা আদায় করে নিয়েছে নিম্বাস স্পোর্টস। বিষয়টা জেনেও সেসময় তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে ব্যাংক গ্যারান্টিও নেওয়া হয়নি।  ২০১২ সালে চুক্তি শেষ হলেও বিবদমান অবস্থার শেষ হয়নি। নিম্বাস দাবি করে, তাদের নির্ধারিত শিডিউলের আগেই ত্রিদেশীয় এবং ইংল্যান্ড সিরিজ আয়োজন করে চুক্তির শর্ত ভঙ্গ করেছে বিসিবি। চুক্তি শেষে নিম্বাসের কাছে ৩২ মিলিয়ন ডলার পাওনার দাবি করে বিসিবি, যা ছাড় দিয়ে দাঁড়ায় ২২ মিলিয়ন ডলারে। ২০১২ সালের জুলাইয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১১ মিলিয়ন ডলার দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেয় নিম্বাস। কিন্তু তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সিঙ্গাপুরে নিম্বাসের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করে বিসিবি। কিন্তু কোর্ট অব সিঙ্গাপুর গত ২২ মে বিসিবিকে জানিয়ে দেয়, নিম্বাস দেউলিয়া প্রতিষ্ঠান।  এখন কোনো আপত্তি বা কিছু বলার থাকলে বিসিবি'কে ২১ দিনের মধ্যে আরও একবার মামলা করতে হবে। মামলার জন্য বিসিবি'কে বাড়তি ২ লাখ মার্কিন ডলার খরচ করতে হবে। ক্রিকবাজ'র রিপোর্ট থেকে জানা গেছে, দ্বিতীয়বার মামলা করার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছ থেকে পরামর্শ চেয়েছে বিসিবি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন