মোবাইলে কথা বলায় কর বেড়েছে ১ টাকায় ৫ পয়সা: এনবিআর চেয়ারম্যান

বণিক বার্তা প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১৩:০৩

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মোবাইলে কথা বলার ক্ষেত্রে ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় কর এক টাকায় ৫ পয়সা বাড়ানো হয়েছে।তিনি বলেন, গতকাল একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মোবাইলে কথা বলার কর নিয়ে আমি যে বক্তব্য দিয়েছি, তা কয়েকটি গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। এ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আশাকরি এই বক্তব্যের মধ্য দিয়ে এখন তা দূর হবে। 

এনবিআর চেয়ারম্যান বলেন, মোবাইল ফোনের কলের ওপর আগে ১০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। সেটা  ৫ শতাংশ বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। কিন্তু বিষয়টা নিয়ে অনেকে না বুঝেই বিভিন্ন ধরনের কথা বলছেন। যা ঠিক নয়। আমাদের সমস্যা হলো অনেক সময় ঠিকমতো বিষয়টা না বুঝেই মন্তব্য করি।

মোবাইল ব্যবহারে কর বাড়ানো বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম গতকাল শুক্রবার বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছে, তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে দেশের সাধারণ নাগরিকদের অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন।এদিকে মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে ২০২০-২০২১ অর্থ বছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে, যেখানে ৬ শতাংশ ঘাটতির কথা বলা হয়েছে (চলতি বছরের তুলনায় যা ১ শতাংশ বেশি) ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও