You have reached your daily news limit

Please log in to continue


প্রথম কৃষ্ণাঙ্গ 'ব্যাচেলর' ম্যাট জেমস

প্রথম কৃষ্ণাঙ্গ ‘ব্যাচেলর’ ম্যাট জেমস বিনোদন - চ্যানেল আই অনলাইন ১৩ জুন, ২০২০ ১২:০২ আঠারো বছর ধরে ২৪টি সিজন কেটে গেছে এবিসির ডেটিং গেম শো ‘দ্য ব্যাচেলর’-এর। কিন্তু এতগুলো বছরে কোনো কৃষ্ণাঙ্গকে এই শো’র মূল চরিত্রতে দেখা যায়নি। প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে ২৫ তম সিজনের ‘ব্যাচেলর’ হতে যাচ্ছেন ম্যাট জেমস। ২৮ বছর বয়সী জেমস ‘দ্য ব্যাচেলরেট’ এর সিজন ১৬-তে জনপ্রিয় প্রতিযোগী ছিলেন। ফেব্রুয়ারি থেকেই তিনি প্রযোজকদের পছন্দের তালিকায় ছিলেন। করোনাভাইরাসের কারণে প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় তারা আরও কিছুদিন সময় নিয়েছেন ম্যাট জেমস সম্পর্কে জানার জন্য। তাদের মনে হয়েছে তিনি একজন পারফেক্ট ‘ব্যাচেলর’ হতে পারবেন। ‘দ্য ব্যাচেলর’ রিয়্যালিটি শোতে সাদাদের আধিপত্য নিয়ে সমালোচনা হচ্ছে বহু বছর ধরেই। ২০১২ সালে ‘দ্য ব্যাচেলর’-এ কৃষ্ণাঙ্গদের বাদ দিয়ে শুধু সাদাদের নেয়ার প্রতিবাদের দুই আফ্রিকান-আমেরিকান এবিসির বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন