যুক্তরাষ্ট্রে সফলভাবে প্রতিস্থাপন হলো করোনা রোগীর ফুসফুস

কালের কণ্ঠ প্রকাশিত: ১৩ জুন ২০২০, ১২:০৬

এই প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারত। জানা গেছে, অস্ত্রোপচারের মাধ্যমে ২০ বছরের বয়সী একজন করোনা রোগীর ফুসফুস প্রতিস্থাপন করা হয়।

এ ব্যাপারে শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ কিছুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল।

তবে ওই রোগীর শরীরে ওষুধ কাজ করা বন্ধ হলে ফুসফুস আরো ক্ষতিগ্রস্থ হয়। উপায় না দেখে শেষপর্যন্ত ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর বাইরে ওই রোগীকে বাঁচানোর আর কোনো পথ খোলা ছিল না। জানা গেছে, অঙ্কিত ভারতের নেতৃত্বে ফুসফুস প্রতিস্থাপন করা হয়। থোরাসিস সার্জারির প্রধান ও নর্থ ওয়েস্টার্নের ফুসফুস প্রতিস্থাপন প্রোগ্রামের সার্জিক্যাল ডিরেক্টর তিনি। এ ব্যাপারে অঙ্কিত ভারত জানান, করোনাভাইরাসের চূড়ান্ত সংক্রমণের ক্ষেত্রে আরো বেশি করে অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে পরবর্তী সময়ে। এটি আমার করা সবচেয়ে কঠিন অস্ত্রোপচারের একটি। এটি সত্যিই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও