কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইরানের কয়েকশ’ কোটি পাওনা ডলার ফেরত দিচ্ছে না দক্ষিণ কোরিয়া

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৩ জুন ২০২০, ০৮:৫৬

দক্ষিণ কোরিয়ার কাছ থেকে পাওনা শত শত কোটি ডলার অর্থ দেশে ফেরত আনার পদেক্ষেপ নিতে কেন্দ্রীয় ব্যাংককে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুননাসের হেম্মাতির সঙ্গে টেলিফোনে আলাপ করার সময় এ নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়া ইরানের পাওনা কয়েকশ’ কোটি ডলার অর্থ আটকে দিয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর প্রেসিডেন্ট রুহানি গভর্নর হেম্মাতিকে ফোন করেন।

তিনি বলেন, প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। তাতে কাজ না হলে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই চালাতে হবে।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান তার পাওনা টাকা দিয়ে ওষুধ ও মানবিক পণ্য কিনবে; কাজেই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে ইরানের অর্থ আটকে দেওয়ার বিষয়টি মোটেই গ্রহণযোগ্য নয়।দক্ষিণ কোরিয়া অনতিবিলম্বে ইরানের পাওনা টাকা বুঝিয়ে দেবে বলে হাসান রুহানি আশা প্রকাশ করেন।

সম্প্রতি আব্দুন নাসের হেম্মাতি ইউরোপীয় বার্তা সংস্থা ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন: দক্ষিণ কোরিয়া দেশটিতে বেআইনিভাবে ইরানের অর্থ আটকে রেখেছে। তিনি বলেন, ইরান এই অর্থ দিয়ে ওষুধসহ অন্যান্য জরুরি পণ্য কিনতে চায় যা আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়েনি। কাজেই এই অর্থ ছাড় দিতে দক্ষিণ কোরিয়ার ভয় পাওয়ার কিছু নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও