নিজের ও ছেলে ব্রাউনের আর্থিক সুবিধা নিশ্চিত করতেই হোয়াইট হাউজে বিলম্বে এসেছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে আসলেও অনেক পরে মেলানিয়া ট্রাম্প আসেন। খবর সিএনএনের। ওয়াশিংটন পোস্টের রিপোর্টার মেরি জর্ডান ‘দ্য আর্ট অব হার ডিল: দ্য আনটোল্ড স্টোরি অব মেলানিয়া ট্রাম্প’ শীর্ষক বইটি লিখেছেন।
আগামী সপ্তাহে বইটি প্রকাশ হওয়ার কথা। একশ’র বেশি মানুষের সাক্ষাত্কার নেওয়া হয়েছে যারা প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের ঘনিষ্ট। ট্রাম্প ঘনিষ্টরা জানান, আগের আর্থিক চুক্তি সংশোধন করতেই মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজে আসতে দেনদরবার করছিলেন।
আবার ঐ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে নানা যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায়। সেজন্য মাথা ঠান্ডা করতে সময় নিয়েছিলেন মেলানিয়া। প্রেসিডেন্ট ট্রাম্পের তিন ঘনিষ্ট ব্যক্তি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এই চুক্তিতে পৌছানো হয় যে, ছেলে ব্রাউনও অন্যান্য ছেলে-মেয়েদের মতো বাবা ট্রাম্পের ব্যবসার অংশিদার হবেন। অন্যান্যদের মতোই উত্তরাধিকার সূত্রে সবকিছু পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.