নারায়ণগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
নারায়ণগঞ্জ শহরের ডাকবাংলা সংলগ্ন রূপায়ন টাওয়ারের সামনের রাস্তায় পিটিয়ে হত্যা করা হয়েছে সিরাজুল নামে এক বৃদ্ধকে। মাত্র ৩ হাজার ৬০০ টাকার বিদ্যুৎ বিল পাওনার দাবিতে বাড়িওয়ালা শাহজাহান ও তার বাড়ির দারোয়ান বৃদ্ধ সিরাজুলকে গত বৃহস্পতিবার দুপুরে রাস্তায় ফেলে মারধর করেন। গতকাল শুক্রবার তিনি মারা যান।
সিরাজুলের মেয়ের জামাতা গিয়াসউদ্দিন জানান, ‘৭/৮ বছর পূর্বে তার শ্বশুর শাহজাহানের বাড়িতে ভাড়া থেকেছেন। তিনি সেখান থেকে চলে আসার পর বাড়িওয়ালা তার কাছে বিল বাবদ পাওনা টাকা দাবি করেন। পরবর্তিতে দুই দফায় তাকে বিদ্যুৎ বিল বাবদ টাকা পরিশোধ করেন। কিন্তু বিদ্যুৎ বিল বিলম্বে দেওয়ার কথা বলে তিনি আরো ৩ হাজার ৬০০ টাকা দাবি করেন। বৃদ্ধ সিরাজুল টাকা পরিশোধ করা হয়েছে বলে আর সে টাকা দিতে রাজি হননি। বৃহস্পতিবার জোহরের নামাজ পড়ে তিনি পাশের একটি দোকানে যান। সেখান থেকে প্রথমে শাহজাহানের বাড়ির দারোয়ান তাকে আটক করেন এবং মোবাইলে শাহজাহানকে খবর দেন। শাহজাহান বাড়ির ভেতর থেকে একটি বাঁশ নিয়ে এসে সিরাজুলকে মারধর শুরু করেন। দারোয়ান ও শাহজাহানের প্রহারে তিনি জ্ঞান হারালে তাকে রাস্তায় ফেলে রেখে চলে যান। পরে বাড়িওয়ালা শাহজাহানের মেয়ে অ্যাডভোকেট মুক্তা ও মুন্নি সিরাজুলের বাড়িতে আসেন।