শিল্প ও শ্রমিক বাঁচাতে শুল্ক কমানোর দাবি বিড়ি শ্রমিকদের

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২০, ২১:৫২

আসন্ন বাজেটে শিল্প ও শ্রমিক বাঁচাতে বিড়ি শিল্পের ওপর শুল্ক কমানোর দাবি জানিয়েছেন বিড়ি শ্রমিকরা।বৃহস্পতিবার (১১ জুন) ফেনীর দাগনভূইয়ায় অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধন শেষে শ্রমিকরা বাজেটে শুল্ক কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা-০৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বরাবর অনুরোধ পত্র দেন। অনুরোধ পত্রটি গ্রহণ করেন সংসদ সদস্যের গ্রামের বাড়ির তত্ত্বাবধায়ক আসাদুজ্জামান চৌধুরী।

মানববন্ধনে বক্তব্য দেন ফেনী জেলা বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. মাসুদ আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।মানববন্ধনে শতাধিক বিড়ি শ্রমিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা বলেন, বিড়ির ওপর অর্পিত মূল্যস্তর ১৪ টাকা ও সম্পূরক শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে রাখতে হবে। সিগারেটের ন্যায় বিড়িকে ২০৪০ সাল পর্যন্ত ব্যবসা করার সুযোগ দিতে হবে। বিড়ির ওপর অর্পিত অগ্রিম আয়কর বাতিল করতে হবে। বিড়ি শিল্পকে বিদেশি সিগারেটের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান করোনা ভাইরাসের কারণে বিড়ি শ্রমিকরা মানবেতর জীবন-যাপন করছে। এমতাবস্থায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিড়ি উৎপাদন বন্ধ করা যাবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও