বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের পায়ের জাদুতে এদেশের দর্শকদের মুগ্ধ করেছেন। তার ফুটবলশৈলীতে মুগ্ধ ভারতের কিছু ক্লাবও। গত বছর অক্টোবরে কলকাতায় অনুষ্ঠিত কাতার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলেছিলেন তিনি।
তখন থেকেই জামালের ওপর ভারতীয় ফুটবল সংগঠকদের নজর ছিল। এবার শোনা যাচ্ছে ভারতীয় লিগে খেলতে পারেন তিনি। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলছেন জামাল ভূঁইয়া। সম্প্রতি খবর বেড়িয়েছে, ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সঙ্গে জামালের এজেন্টের বেশ আলোচনা চলছে। তথ্যটি প্রকাশ করেছে ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম।
এখন দুইয়ে-দুইয়ে চার মিলে গেলেই আগামি মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যেতে পারে বাংলাদেশ অধিনায়ককে। এ বিষয়ে জামাল ভূঁইয়ার এজেন্ট জানিয়েছেন, ‘এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছে আলোচনা। ক্লাবটির অফিসিয়ালরা জানিয়েছে এখনো তারা তাদের কোচ চূড়ান্ত করেনি। কোচ নিয়োগ হলে তারপরই আলোচনা আরো এগিয়ে নিতে পারব। এছাড়া আমরা নর্থ-ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্সের সঙ্গেও আলোচনা করেছি। এর আগে এফসি গোয়ার সঙ্গে কথা হয়েছিল। তবে তাদের ঐ পজিশনে খেলোয়াড় ঠিক হয়ে আছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.