করোনা থেকে দূরে থাকতে অদ্ভুত জুতা!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২০, ১৬:৫৭

করোনা থেকে দূরে থাকতে সবচেয়ে জরুরি হচ্ছে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা। কিন্তু বাসে, রাস্তায় এ দূরত্ব বজায় রাখা কঠিন। তাই তো রোমানিয়ায় বানানো হয়েছে ‘৭৫ নম্বর’ সাইজের এক জুতা। যা দেখতে অদ্ভুত হলেও দূরত্ব বজায় রাখতে কার্যকর।

জানা যায়, রোমানিয়ার এক চর্মকার শারীরিক দূরত্ব বজায় রাখতে বানিয়েছেন ৭৫ নম্বর সাইজের এ জুতা। যা দেখতে খুবই বিদঘুটে। তবে করোনা রুখতে এটি রাস্তা-ঘাটে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ জুতা পরে মুখোমুখি দাঁড়ালে মিটার দেড়েকের দূরত্ব তৈরি হবে। এ শারীরিক দূরত্বই করোনা থেকে বাঁচতে দরকার।

রোমানিয়ায় তৈরি এ জুতার মাপ ইউরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর। রোমানিয়ার চর্মকার গ্রেগর লুপ এ জুতা বানিয়েছেন। তিনি দাবি করেন, ‘শারীরিক দূরত্ব এখন খুবই দরকারি। তবে অনেকেই তা রক্ষা করছেন না। অযথাই কাছাকাছি এসে পড়ছেন। তাই এ জুতা তৈরি করেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও