কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

করোনাকালে জমজমাট হাবিব ওয়াহিদের ‘প্রেমের খেলা’

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২০, ১৫:৩৬

সুরেলা সংগীতের বরপুত্রখ্যাত হাবিব ওয়াহিদ শ্রোতাদের কাছে হাবিব নামেই সুপরিচিত। বাংলা লোকগীতির ফিউশনের সাথে টেকনো এবং শহুরে বিটের সমন্বয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।

গানের সঙ্গে এখন ভিডিওতেও দেখা মেলে তার। নতুন নতুন গানের গল্পের সঙ্গে একের পর এক চমক দিয়ে চলেছেন হাবিব। সেই ধারাবাহিকতায় করোনাকালেও নতুন চমক নিয়ে হাজির হলেন হাবিব।

তার নতুন গানের নাম ‘প্রেমের খেলা’। ‘মন ভাঙিলে কান্দিস না রে মন, মন পাখিরে বোঝাবি তুই কী এখন?, কত ছলনা দেখলিরে মন, আর কোনো দিনও দুঃখ নেবো না এমন, যার লাগিয়া করলি জীবন ভর, সেই মানুষ না হয় যদি পর, প্রেমের খেলা খেলতে কী মনে লয়, এক জীবনে এতো কান্দন কী সয়!- এমনই কথার গানটি লিখেছেন আলী বাকের জিকো। বরাবরের মতো এই গানটিরও সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও