কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইন্ডিয়ান সুপার লিগে খেলার প্রস্তাব পেয়েছেন জামাল ভূঁইয়া!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১২ জুন ২০২০, ১৪:৪৯

গতবছর অক্টোবরে কলকাতায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ ফুটবল দল। অধিনায়ক জামাল ভূঁইয়া ছিলেন দলের প্রাণভোমরা। তার অধীনে ভারতের মাটিতেই ভারতকে প্রায় হারিয়েই দিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। শেষ মুহূর্তে গোল করে ম্যাচ ড্র করে স্বাগতিক দল। সে ম্যাচ থেকেই জামাল ভূঁইয়ার ওপর চোখ পড়ে ভারতীয় ফুটবল সংগঠকদের। আই লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) খেলার প্রস্তাব তখন থেকেই পেতে থাকেন বাংলাদেশ অধিনায়ক।

সেই প্রস্তাবগুলো এখন আরও বড় আকারে বাংলাদেশ অধিনায়কের কাছে। আইএসএল-এর নতুন দল উড়িষ্যা ফুটবল ক্লাবের সাথে জামাল ভূঁইয়ার এজেন্টের বেশ আলোচনা চলছে- এমনটাই দাবি করেছে ফুটবলের দলবদল সম্পর্কিত ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট ডটকম। সূত্র অনুযায়ী জামাল ভূঁইয়া নিজেও ভারতের এই জমজমাট লিগে খেলতে আগ্রহী। দুইয়ে-দুইয়ে চার মিলে গেলেই পরের মৌসুমে ভারতের ঘরোয়া ফুটবলে খেলতে দেখা যাবে বাংলাদেশ অধিনায়ককে। যিনি বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিংয়ের ফুটবলার।

জামাল ভূঁইয়ার এজেন্ট ট্রান্সফার মার্কেট ডট কমে জানিয়েছেন, ’আলোচনা এখন খুবই প্রাথমিক পর্যায়ে। ক্লাবটির অফিসিয়ালরা জানিয়েছে তারা এখনও তাদের কোচ চূড়ান্ত করেনি। কোচ নিয়োগ হলে আমরা আলোচনা আরও এগিয়ে নিতে পারব। আমরা অবশ্য নর্থ-ইস্ট ইউনাইটেড ও কেরালা ব্লাস্টার্স-এর সঙ্গেও আলোচনা করেছি। এফসি গোয়ার সঙ্গেও কথা হয়েছিল। তবে তাদের ঐ পজিশনে খেলোয়াড় ঠিক হয়ে আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও