কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আবারো পুরনো চেহারায় ফিরছে বলিউড

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১২ জুন ২০২০, ১২:০৩

মহারাষ্ট্র সরকার কয়েকদিন দিন আগেই রাজ্যে শুটিং শুরুর অনুমতি দিয়েছে। ধীরে ধীরে বলিউডের বড় বড় স্টুডিওগুলি বাকি থাকা ছবির শুটিং চালু করার পথে এগোচ্ছে। শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা ‘শামসেরা’র বাকি থাকা শুট এ মাসেই শুরু হতে পারে। 

করোনার বিশেষ পরিস্থিতির আগেই ছবির সিংহভাগের শুটিং হয়ে গিয়েছিল। মুখ্য চরিত্রে রণবীর কাপুর ও সঞ্জয় দত্তের চার দিনের প্যাচওয়র্ক বাকি। ইন্ডাস্ট্রির একাংশের মতে, করোনার বিশেষ এই পরিস্থিতির পরে তারাই প্রথম তারকা হবেন, যারা শুটিং ফ্লোরে যাবেন। ‘শামসেরা’র পরিচালক ‘অগ্নিপথ’খ্যাত কর্ণ মলহোত্র।

শোনা যাচ্ছে, আদিত্য চোপড়া ও কর্ণের মিলিত সিদ্ধান্ত, ছবির বাকি শুটিং যশ রাজ স্টুডিওতেই শেষ হবে।  অন্যদিকে সঞ্জয় গুপ্তের গ্যাংস্টার ড্রামা ‘মুম্বাই সাগা’র বাকি থাকা শুট আগামী মাসে রামোজি ফিল্ম সিটিতে শুরু হচ্ছে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন জন আব্রাহাম ও ইমরান হাশমি।  পরিচালক জানিয়েছেন, করোনার বর্তমান সময়ে পুরোদমে ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও