![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/06/12/8b787306d6157c1e86327e4590b95fc3-5ee3158dba981.jpg?jadewits_media_id=1539072)
ছোটবেলা থেকেই তিনি জানতেন, ঝামেলায় পড়বেন
কোনো একদিন বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নের মুখোমুখি হবেন, এটা আগেই জানতেন মুত্তিয়া মুরলিধরন! শ্রীলঙ্কার অফ স্পিন–জাদুকর এটাও জানিয়েছেন, বোলিং অ্যাকশন নিয়ে সমস্যার মধ্যে পড়ার সময় তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলেন লেগ স্পিনার হওয়ার।
ছোটবেলা থেকে লেগ স্পিনও খুব ভালো করতে পারতেন তিনি। কবজি ঘুরিয়ে গোটা ক্যারিয়ারই অফ স্পিন করেছেন। টেস্টে ৮০০ আর ওয়ানডেতে পেয়েছেন ৫৩৪ উইকেট। মোট ১ হাজার ৩৩৪ উইকেট নিজের করে নেওয়া এই অফ স্পিনারের লেগ স্পিন সত্তার কথাটা কখনো শোনা যায়নি। আজ এত বছর পর জানা গেল, লেগ স্পিন দিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে খুব সহজেই টিকে থাকতে পারতেন তিনি।
মুরলি এমন কথা বলেছেন একটি টেলিভিশন অনুষ্ঠানে, ‘আমি দুটিই করতাম, অফ স্পিন, লেগ স্পিন। আমার বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যায় পড়ব, এটা আমি ছোটবেলা থেকেই জানি, তাই বিকল্প পরিকল্পনা প্রস্তুত রেখেছিলাম। এটা খুব দরকার। বোলিং অ্যাকশন নিয়ে যখন আসলেই ঝামেলায় পড়লাম, তখন ইচ্ছা করলেই আমি লেগ স্পিনার হয়ে যেতে পারতাম। ওটাও আমি যথেষ্ট ভালো পারতাম।’