কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গোয়ালন্দ ভূমি কার্যালয়ের নৈশপ্রহরী করোনা ‘পজিটিভ’

প্রথম আলো প্রকাশিত: ১১ জুন ২০২০, ২০:৪৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নৈশপ্রহরীর দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে।

এর আগে গত সোমবার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল-মামুন করোনা ‘পজিটিভ’ হন। পরদিন মঙ্গলবার তাঁর গাড়িচালক ও কার্যালয়ের নৈশপ্রহরীসহ মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, গত ৬ ও ৭ জুন গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ২২ জনের নমুনা সংগ্রহের পর ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার এসব নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাঁদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত নন। তবে ৭ জুন সহকারী কমিশনার (ভূমি) করোনা শনাক্তের পর তাঁর সংস্পর্শে আসা পাঁচজনের নমুনা জরুরি ভিত্তিতে সংগ্রহ করে ফরিদপুরে পাঠানো হয়। ওই পাঁচজনের মধ্যে নৈশপ্রহরী (৪০) করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। তাঁকে বিকেলেই রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও