চাঁদপুরে ৩ দিনে ৩ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১১ জুন ২০২০, ১৯:২৯

চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। এদের একজন করোনায় আক্রান্ত, একজন করোনা উপসর্গে এবং একজন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এসব চেয়ারম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সর্বশেষ বৃহস্পতিবার ভোরে ঢাকায় নিজ বাসায় মারা যান মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউপি চেয়ারম্যান আলী আক্কাস বাদল (৫৩)।

মঙ্গলবার গভীর রাতে করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউপির ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফি আহমেদ মিন্টু (৬৭)। মঙ্গলবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাই মুন্সী (৭০)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও