‘যথাযথ ব্যয় নিশ্চিত করতে পারলেই বাজেট বাস্তবায়ন সম্ভব’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১১ জুন ২০২০, ১৯:০১

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়ায় বলেছেন, বাজেট গণমুখী বা জনকল্যাণের জন্যই করা হয়েছে। তবে দুর্নীতি রোধ করে যথাযথ ব্যয় নিশ্চিত করতে পারলেই এবারের বাজেট বাস্তবায়ন সম্ভব।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, আমি মনে করি বাজেট গণমুখীই হয়েছে। কিন্তু গত বছরের সংশোধিত আয়ের চেয়ে এবার ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা বেশি ধরা হয়েছে। এছাড়া ঘাটতি বাজেটের অংকটাও বড়। করোনা মহামারিতে গোটা বিশ্ব যেখানে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়েছে, তখন আমাদের দেশে জন্য বাড়তি আয় ধরে বাজেট করা একটা চ্যালেঞ্জ।

তিনি বলেন, এবারের বাজেটের আয় নিয়ে এনবিআর সংশ্লিষ্টরাও সন্দেহের মধ্যে পড়েছে। আর যে কল্যাণ্যের উদ্দেশে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হচ্ছে তা ফলপ্রসূ হবে না।

তাই চ্যালেঞ্জ মোকাবিলায় যথাযথ খাতকে প্রাধান্য দিয়ে বাজেট বাস্তবায়ন করার কথা জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, মহামারির কারণে সামাজিক নিরাপত্তা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যখাত প্রাধান্য দিয়ে দুর্নীতি রোধ করে যথাযথ ব্যয় নিশ্চিত করতে পারলে বাজেট বাস্তবায়ন সম্ভব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও