১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ
ডেইলি স্টার
প্রকাশিত: ১১ জুন ২০২০, ১৭:৫৬
আইন সংশোধন করে ব্যক্তিশ্রেণি করদাতা পর্যায়ে ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় অপ্রদর্শিত সম্পদের আয়কর রিটার্ন দাখিল করা হলে আয়কর কর্তৃপক্ষসহ অন্য কোনো কর্তৃপক্ষের প্রশ্নের মুখোমুখি হতে হবে না।
কালো টাকা সাদা করার সুযোগের জন্য আয়কর অধ্যাদেশের আয়কর প্রণোদনা সংক্রান্ত দুটি ধারা সংশোধনের কথা বলেছেন অর্থমন্ত্রী। শর্ত সাপেক্ষে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রেও ১০ শতাংশ কর দিয়ে টাকা সাদা করার সুযোগের প্রস্তাব দিয়েছেন তিনি।