আইসিসির নিয়ম পরিবর্তনকে মুমিনুলের সাধুবাদ
করোনাভাইরাসের কারণে সম্প্রতি ক্রিকেটের নিয়মকানুনে পাঁচটি পরিবর্তন এনেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। আইসিসির নতুন পাঁচটি নিয়মের মধ্যে একটি হলো বলে থুতু ব্যবহার নিষিদ্ধ। কারণ এর মাধ্যমেও করোনাভাইরাস ছড়াতে পারে।
এ বিষয়ে মুমিনুল বলেন, আসলে আমাদের এই মুহূর্তে কিছুই করার নেই। সংক্রমনের ঝুঁকি বেশি থাকায় আমাদের নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। বোলাররা থুতু ব্যবহারে অনুমতি না পাওয়ায় সমস্যায় পড়বে। কিন্তু যাই হোক, সুরক্ষার জন্য আপনাকে মানিয়ে নিতে হবে। সকলকে নতুন নিয়মের সঙ্গে মানিয়ে চলার আহ্বান জানিয়ে মুমিনুল বলেন, আমরা জানি না কবে এই ভাইরাসটি চলে যাবে। তাই নতুন নিয়মকে স্বাগত জানানোই ভালো। আমাদের সবারই সতর্ক এবং সুরক্ষিত থাকতে হবে।
টেস্ট ম্যাচ চলাকালীন কোন খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়ে পড়লে আইসিসি তার পরিবর্তে আরেকজন খেলোয়াড় নামানোর অনুমতি দিয়েছে। এই বিষয়টি নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দে আছেন মুমিনুল। তিনি বলেন, আমি জানি না এটি কিভাবে কাজ করবে। কখনো তো এই লক্ষণ প্রকাশ পেতে ৩ দিন সময় নেয়। এখন তো প্রায়ই তিন দিনে টেস্ট ম্যাচ শেষ হয়। আমি মনে করি ম্যাচের আগে খেলোয়াড়দের পরীক্ষা করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।