মেসিদের ম্যাচে ধারাভাষ্য দেবেন বাংলাদেশের জামাল ভূঁইয়া

এনটিভি প্রকাশিত: ১১ জুন ২০২০, ১৪:১৫

লম্বা বিরতির পর অবশেষে মাঠে ফিরছে স্প্যানিশ লা লিগা। করোনার কারণে আপাতত দর্শকশূন্য স্টেডিয়ামে খেলায় ফিরেছেন ফুটবলাররা। বিশ্বের অন্যতম এই লিগ ফেরার সঙ্গে বাংলাদেশকেও দিচ্ছে সুখবর। কারণ আগের মতো এবারও লা লিগায় কয়েকটি ম্যাচের ধারাভাষ্য দেবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

গত মার্চ থেকে বন্ধ লা লিগা। লিগের এখন পর্যন্ত ১১ রাউন্ড বাকি। আজ বৃহস্পতিবার মাঠে নামবে রিয়াল বেটিস-সেভিয়া। একদিন বিরতি দিয়ে ১৩ জুন রিয়াল মায়োর্কার মাঠে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। পরের দিন এই বারের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। বার্সা ও রিয়ালের দুটি ম্যাচেই ধারাভাষ্য দেবেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন জামাল। এক ভিডিও বার্তার ক্যাপশনে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘লা লিগা ফিরে আসছে! সমস্ত লা লিগা ম্যাচ ফেসবুকে দেখতে মনে রাখবেন কিন্তু। এই শনিবার ও রোববার এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচটি খেলবে তারা এবং আমি ম্যাচ দুটিতে ধারাভাষ্য দেব।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও