You have reached your daily news limit

Please log in to continue


সৌদি রাষ্ট্রদূতকে তলব ডেনমার্কের

কোপেনহেগেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনমার্ক। ড্যানিশ ভূমি ব্যবহার করে ইরানে সন্ত্রাসী তৎপরতায় সৌদি পৃষ্ঠপোষকতার ঘটনায় বুধবার তাকে তলব করা হয়। এ সময় এ ধরনের ঘটনায় ডেনমার্কের ভূমি ব্যবহার থেকে বিরত থাকতে রিয়াদের প্রতি আহ্বান জানানো হয়।ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত ফাহাদ আল-রুয়াইলিকে সুনির্দিষ্ট করে কিছু গোষ্ঠীর নাম জানায় কোপেনহেগেন। এসব গোষ্ঠীর মধ্যে আল-আহওয়াজিয়া গোষ্ঠীরও নাম রয়েছে। এটি ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের স্বাধীনতার জন্য লড়াই করছে। আল-আহওয়াজিয়ার পুরো নাম আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আহভাজ। সংক্ষেপে এটিকে এএসএমএলএ বলা হয়। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদি রাষ্ট্রদূতকে জানিয়ে দিয়েছে, ড্যানিশ ভূমি ব্যবহার করে রিয়াদের এ ধরনের তৎপরতা কোপেনহেগেন বরশাদত করবে না। রিয়াদে নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত বহুবার এ সংক্রান্ত বার্তা সরাসরি রিয়াদের কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন। এদিকে ডেনমার্কের পুলিশ জানিয়েছে, সৌদি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ইরানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার কাজে সরাসরি নিয়োজিত তিন ব্যক্তিকে তারা খুঁজছে। আল-আহওয়াজিয়ার সদস্য ওই তিন ব্যক্তি কানাডার নাগরিক। তবে তাদের বসবাস ডেনমার্কে। তারা ২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সৌদি আরবের পক্ষ হয়ে ইরানের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়েছে। সূত্র: পার্স টুডে, দ্য নিউ আরব।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন