You have reached your daily news limit

Please log in to continue


নতুন ফিচার নিয়ে হাজির হল টুইটার

'ফ্লিটস’ নামের নতুন ফিচার পরীক্ষামূলক ভাবে চালু করেছে সামাজিক নেটওয়ার্কিং যোগাযোগমাধ্যম টুইটার। আপাতত ইতালি আর ব্রাজিলে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে এটি। হোয়াটস অ্যাপ স্ট্যাটাসের মতোই টুইটার ‘ফ্লিটস’র পোস্ট ২৪ ঘণ্টা পর্যন্ত থাকবে। টুইটার ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি পেজের একেবারে উপরের অংশেই দেখা যাবে। এতে রিয়্যাক্ট বটনও থাকবে। সম্পর্কিত খবর হোয়াটসঅ্যাপে নতুন যেসব ফিচার আসছেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ২৫ লাখ টাকার হদিস নেইশ্যালিকার বিয়ের অনুষ্ঠানে দলবল নিয়ে হাজির করোনা আক্রান্ত দুলাভাই যারা ফ্লিটসে পোস্ট হওয়া স্টোরি দেখবেন তারা চাইলে এখানে রিয়্যাক্ট বটন ব্যবহার করে নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবেন। এর পাশাপাশি রিপোর্ট করার বিকল্প বটনও থাকবে। ফ্লিটসে পোস্ট করার জন্য অ্যাকাউন্টের উপরে বাঁ দিকে অ্যাভেটারের ‘নিউ ক্রিয়েট’ অপশন সিলেক্ট করতে হবে। সেখানে লেখা, নতুন ছবি বা ভিডিও অপশন সিলেক্ট করে সেটি আপলোড করতে হবে। তারপর ফ্লিট অপশন সিলেক্ট করে পোস্ট করা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন