১২০০ বিক্রয়কেন্দ্র বন্ধ করবে ইন্ডিটেক্স

বণিক বার্তা প্রকাশিত: ১১ জুন ২০২০, ১২:২৩

বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান জারার মালিক ১ হাজার ২০০ বিক্রয় কেন্দ্র বন্ধ করে দিচ্ছেন। কভিড- ১৯ মহামারিতে অনলাইন বিক্রি বৃদ্ধির প্রচেষ্টায় এ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

জারা ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান স্পেন ভিত্তিক ইন্ডিটেক্স এর বরাতে গার্ডিয়ানের খবরে বলা হয় ১ হাজার থেকে ১ হাজার ২০০ তুলনামূলক ছোট স্টোর বন্ধ করে দেবে। জারা ছাড়া অন্যান্য ব্র্যান্ডের পুরোনো দোকানগুলোতে লোকসান কেন্দ্রীভূত হচ্ছে বলেও খবরে উল্লেখ করা হয়।

বন্ধ করার সিদ্ধান্তেও আওতায় থাকবে এশিয়া এবং ইউরোপের বিক্রয়কেন্দ্রগুলো। কর্মী সংখ্যা না কমানোর ইঙ্গিত দিয়ে ইন্ডিটেক্স জানিয়েছে, কর্মরত কর্মীদের অনলাইন সম্পৃক্ত কাজেকর প্রস্তাব দেয়া হয়েছে।ইন্ডিটেক্সের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিষ্ঠানটির মোট বিক্রয়কেন্দ্র সংখ্যা ৭ হাজার ৪১২ থেকে কমে ৬ হাজার ৭০০ থেকে ৬ হাজার ৯০০’র মধ্যে চলে আসবে। যারমধ্যে থাকবে নতুন চালু করা ৪৫০টি দোকান। বিশ্বের অন্যতম বৃহৎ পোশাকের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি মহামারীর কবলে পরে আর্থিক ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও